অর্থনীতি ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল পাচ্ছে অধুনিক রূপ। সংশ্লিষ্টদের দাবি সারাদেশের মধ্যে সর্বাধুনিক বাস টার্মিনাল হতে যাচ্ছে এটি। ইতোমধ্যে এ বাস টার্মিনালের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী সব কাজ শেষ হয়ে জুন মাসে চালু হবে এ অত্যাধুনিক টার্মিনাল। টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৯ সালে। শেষ হওয়ার কথা ছিল পরের বছরের (২০২০) জুন মাসে। কিন্তু কাজ শেষ হতে সময় গড়িয়েছে ৩ বছর।

            জানা গেছে, আগের টার্মিনালে যাত্রীদের জন্য ছিল না কোনো বসার জায়গা। কয়েকটি পরিবহন কোম্পানি নিজস্ব ব্যবস্থায় নিজেদের যাত্রীদের জন্য বসার ব্যবস্থা রাখা হতো। অন্য হাজারও যাত্রীকে পোহাতে হতো দুর্ভোগ। যাত্রীদের জন্য কোনো গণশৌচাগার ছিল না। যেটি ছিল সেটিও নামকাওয়াস্তে, পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হতো এটি। বর্তমানে ৬১ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক হচ্ছে এ টার্মিনালটি। সিলেটের সঙ্গে গোটা দেশের সড়কপথে যোগাযোগের কেন্দ্রবিন্দু নগরীর কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। সাড়ে ৭ একর জমি নিয়ে গড়ে ওঠেছে এ টার্মিনালটি। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে দূর পাল্লার হাজারও বাস যাতায়াত করে। অভ্যন্তরীণ সড়কে এর দ্বিগুণ বাস চলাচল করা এ টার্মিনালের অবস্থা ছিল জরাজীর্ণ।

            সিসিক সূত্র বলছে, এর অবকাঠামোগত উন্নয়নে ৬১ কোটি টাকা ব্যয় হচ্ছে। বর্তমানে পুরো টামির্নালের ওপরের অংশে থাইওয়ান থেকে আনা সিসকো সিট লাগানো হচ্ছে, টার্মিনালে থাকছে এরাইভাল বিল্ডিং, ডিপারচার বিল্ডিং, ওয়েলফেয়ার বিল্ডিং, ফাস্ট এইড ব্যবস্থা। চলতি বছরের জুন মাসে পূর্ণাঙ্গরূপ পাবে এ অত্যাধুনিক বাস টার্মিনালটি।

            সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘এ টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে খরচ হচ্ছে ৬১ কোটি টাকা। এ টাকা দিয়েছে বিশ্বব্যাংক। পুরো কাজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে মনিটরিং করছে বিশ্বব্যাংক কর্তৃপক্ষ। পুরো কাজের দায়িত্বে রয়েছে সিলেট সিটি করপোরেশন ও এলজিইডি।টার্মিনালের অবকাঠামোগত কাজ তিনটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। বাস টার্মিনালে আধুনিক ভবনে যাত্রীদের জন্য বিশ্রামকক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর কক্ষ, টয়লেট, বিশুদ্ধ পানি প্রভৃতির ব্যবস্থা থাকছে। টার্মিনালে প্রত্যেক রুটের জন্য আলাদা পার্কিং জোন, প্রবেশ ও বের হওয়ার আলাদা রাস্তা থাকবে। টার্মিনালে কেউ অসুস্থ কিংবা দুর্ঘটনার শিকার হলে প্রাথমিক চিকিৎসা দিতে আলাদা কক্ষ থাকবে।

খবরটি 374 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen