বিশেষ খবর ডেস্ক: বান্দরবানে পরিচিতি মুখ ও সুনামধন্য ব্যক্তিত্ব মংক্য শৈনু মারমা নেভী। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক মংক্য শৈনু নেভী সম্প্রতি মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন। মংক্য শৈনু নেভী ১৯৮৮ সালে সরাসরি অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ব্যয় ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম অফিস, ময়মনসিংহ অফিস ও সর্বশেষ ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এ দায়িত্ব পালন করেন।

            পেশাগত ও ধর্মীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার ভ্রমণ করেন।

            মংক্য শৈনু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মারমা সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মসহ প্রবন্ধ, গীত ও কবিতা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। মংক্য শৈনু বান্দরবান শহরের মধ্যম পাড়ায় মারমা বৌদ্ধ সম্প্রদায়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

খবরটি 417 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen