স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে সদর উপজেলার তংকাবতী ইউনিয়নের ম্রোলং পাড়ায় সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণ করা হয়। ম্রো আদিবাসীদের জুম চাষের ফসল ও বাগানে উৎপাদিত ফল সংরক্ষণ ব্যবস্থা ছিলনা। দীর্ঘদিন ধরে এ সমস্যা কারনে উৎপাদিত ফসল যথা সময়ে বাজারে বিক্রি করা যায়না। এভাবে বাগানে উৎপাদিত ফল ভাল দাম পাওযা যেত না ও নষ্ট হয়ে আর্থিক ক্ষতিগ্রস্থ হত ম্রো আদিবাসীরা। চিম্বুক এলাকায় জুমের ফসল ও বাগানে উৎপাদিত বিভিন্ন ফল সংরক্ষনে প্রয়োজন হয় হিমাগার। ম্রো আদিবাসীদের উৎপাদিত ফসল সংরক্ষনের জন্য ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সহযোগিতায় ক্ষুদ্র হিমাগার নির্মাণ করে। শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় ম্রোলং পাড়ায় ক্ষুদ্র হিমাগার উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

            উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদ সদস্য তিংতিংম্যা মারমা, জেলা পরিষদ সদস্য সিঅং খুমী, ইউএনডিপি জেলা ম্যানেজার খুশীরায় ত্রিপুরা, ইউএনডিপি কর্মকর্তা মো: তারিক।

 

খবরটি 392 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen