বিশেষ খবর ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য (টেক্সট) চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সংরক্ষিত অডিওটেপ, ভিডিও ও প্রকাশনাসমূহ পর্যালোচনা করে ভাষণের মূল টেক্সট চূড়ান্ত করা হয়। শনিবার বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দফতরে তথ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সভায় এটি চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি ও বিটিভি মহাপরিচালক এসএম হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক শামসুজ্জামান খান, ড. মুনতাসীর উদ্দিন খান মামুন, আশফাকুর রহমান খান, হোসনে আরা তালুকদার, জাফর ওয়াজেদ ও স ম গোলাম কিবরিয়া।
ঐতিহাসিক ভাষণের মূল বক্তব্যের বিষয়ে হাইকোর্ট বিভাগের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠিত হয়। কমিটি চূড়ান্ত করা এ বক্তব্য তথ্য মন্ত্রণালয়ে পাঠাবে এবং মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করে রিট মামলার জবাব হিসেবে হাইকোর্টে প্রেরণ করবে।

খবরটি 529 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen