স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন পর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয় চহ্লা প্রু জিমি এবং সহ-সভাপতি হয় জামাল উদ্দিন চৌধুরী। শনিবার (১০ মে) জেরার গোরস্থান মসজিদ এলাকায় জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ নির্বাচন আয়োজন করা হয়েছে। এ নির্বাচনে সমিতির ১২৬ জন ভোটারের গোপন ব্যালটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে পেয়েছে ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকে মো.শহীদুল হক পেয়েছেন ৪৪ ভোট।
অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে প্রজাপতি প্রতীকে ৩৮ ভোটে নির্বাচিত হয়েছে মোহাম্মদ কাউছার আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়না পাখি প্রতীকে শহীদুল আলম পেয়েছে ৩০ ভোট। আর মোটর সাইকেল প্রতীকে ২৬ ভোট পেয়েছে শাহাদত হোসাইন। কোষাধ্যক্ষ পদে বাস প্রতীকে ৭৭ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকে আছহাব উদ্দিন চৌধুরী পেয়েছে ৪৫ ভোট। দপ্তর সম্পাদক পদে আম প্রতীকে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঠাঁল প্রতীকে ৩৮ ভোট পেয়েছে মো.আনোয়ার আলী। ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ফুটবল প্রতীকে ৭৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছে জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে ৩২ ভোট পেয়েছে মো . ছৈয়দ নুর। অন্যদিকে নির্বাহী সদস্য পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলে নির্বাচিত হয়েছে তালগাছ প্রতীকে ৭৯ ভোটে আবদুল্লাহ আল আরমান, চেয়ার প্রতীকে ৭৫ ভোটে মো. জাহেদুল ইসলাম আসিফ, আপেল প্রতীকে ৬৬ ভোটে মো. আবু বক্কর, দেয়ালঘড়ি প্রতীকে ৫২ ভোট পেয়েছে মো. শামীম হোসেন।
কাঠ ব্যবসায়ী সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সভাপতি ও সহসভাপতি দুজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় বাকি ছয়টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।