ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরান, পরমাণু স্থাপনা ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। শুক্রবার (১৩ জুন) গভির রাতে এ হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যারা নিহত হয়েছে বেশিরভাগ বেসামরিক মানুষ।

            পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা: ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু পরিচিত নাতাঞ্জে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ভয়াবহ আগুনে পুড়ে গেছে। রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা। এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজনের কেন্দ্র ব্যবহৃত হয়। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর ইরান ধীরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়াতে শুরু করে এবং এরপর এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে।

            রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা: এ হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে। আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খবরটি 152 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন