তারিখ: ০২ জানুয়ারী ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

০২ জানুয়ারি ২০২৪, বিশেষ প্রতিবেদক: ২০২৩ সালে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী, সেনা-মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম বাঙালি সেটেলার ও ভূমিদস্যুদের দ্বারা ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ১,৬৮৭ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। ৬৪ টি গ্রাম এক বা একাধিক বার সেনাবাহিনীর অভিযানের শিকার হয় এবং ৮৪ টি বাড়ি ও পরিবারের সদস্যরা সেনা তল্লাসীর মুখে পড়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির উপর ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ১৯৯৭ সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক ও উদ্বেগজনক হয়ে পড়েছে। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর দমন-পীড়ন, ধর-পাকড়, জেল-জুলুম, হত্যা, গুম, মিথ্যা মামলায় জড়িতকরণ, ভূমি বেদখল, স্বভূমি থেকে উচ্ছেদ, সরকারি মদদে সেটেলারদের গুচ্ছগ্রাম সম্প্রসারণ, অনুপ্রবেশ, জুম্মদের সংখ্যালঘুকরণ, সাম্প্রদায়িক হামলা, সাংস্কৃতিক আগ্রাসন, নারীর উপর সহিংসতা ইত্যাদি মানবতাবিরোধী ঘটনা পার্বত্য চট্টগ্রামে নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

            উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরকারী আওয়ামী লীগ সরকার গত ২০০৯ সাল থেকে ১৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়েও বর্তমান সরকার পার্বত্য চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়নে এগিয়ে আসেনি। চুক্তি বাস্তবায়নে সরকার কোনো কার্যকর পদক্ষেপ তো গ্রহণ করেইনি অধিকন্তু চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তার অন্যতম উদাহরণ হলো, চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং চুক্তি মোতাবেক গঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটিকে পাশ কাটিয়ে তথা পার্বত্য চুক্তি লঙ্ঘন করে গত ২৮ সেপ্টেম্বর ২০২২ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রাম চুক্তি পর্যালোচনা মূল্যায়ন ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি মূল্যায়ন, অগ্রগতি ও পরিবীক্ষণ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় কমিটি’ গঠন করা এবং চুক্তি বিরোধী এই কমিটির মাধ্যমে পার্বত্য চুক্তির ৭২ টি ধারার মধ্যে ৬৫ ধারা বাস্তবায়িত হয়েছে মর্মে অপপ্রচার চালানো। অথচ পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে মাত্র ২৫ টি ধারা বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ৪৭ টি ধারা হয় সম্পূর্ণভাবে অবাস্তবায়িত অবস্থায়, নয়তো আংশিক বাস্তবায়িত করে অথর্ব অবস্থায় রেখে দেয়া হয়েছে। ২০২৩ সালে গত ৯ মার্চ কুয়াকাটায় এবং ২০ আগষ্ট জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির যথাক্রমে ৭ম ও ৮ম সভা অনুষ্ঠিত হলেও এই দু’টি সভাসহ পূর্ববর্তী সভাগুলোতে গৃহীত সিদ্ধান্তবলী বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে সরকারের অসহযোগিতা ও গড়িমসির কারণে বর্তমানে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটিও অকার্যকর সংস্থায় পরিণত হতে বসেছে। সরকার চুক্তি বাস্তবায়নে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে পার্বত্য চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া ও চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে জনসংহতি সমিতির সকল স্তরের নেতাকর্মীসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত জুম্ম জনগণকে ‘সন্ত্রাসী’, ‘বিচ্ছিন্নতাবাদী’, ‘অস্ত্রধারী দুর্বৃত্ত’, ‘চাঁদাবাজ’ ইত্যাদি তকমা দিয়ে অপরাধীকরণ করছে। তারই অংশ হিসেবে জনসংহতি সমিতিসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলনরত অধিকারকর্মী ও জনগণকে সুপরিকল্পিতভাবে অবৈধ গ্রেফতার, বিচার-বহির্ভূত হত্যা, অস্ত্র গুঁজে দিয়ে আটক, মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ, ওয়ারেন্ট ছাড়া ঘরবাড়ি তল্লাসী ও ঘরবাড়ির জিনিষপত্র তছনছ, মারধর, হয়রানি ইত্যাদি ফ্যাসীবাদী ও মানবাধিকার বিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে।

            (ক) প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নিপীড়ন-নির্যাতন ২০২৩ সালে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ১৩৫টি ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ৬৪৩ জন মানবাধিকার লংঘনের শিকার হয়েছে। তার মধ্যে ৩১ জনকে গ্রেফতার ও সাময়িক আটক, ২৪৫ জনকে মারধর, আহত ও হয়রানি, মিথ্যা মামলার শিকার ৫৩ জন, ৬৪টি গ্রামে সামরিক অভিযান পরিচালনা, ৮৪টি বাড়ি ও পরিবারকে সেনা তল্লাসী, ৩১ পরিবারকে উচ্ছেদ ও উচ্ছেদের হুমকি, ৫টি নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ ইত্যাদি ঘটনা সংঘটিত হয়েছে।

            খ) সেনা-মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ২০২৩ সালে সেনা-মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক ৫৭টি ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ১,০৫৫ জন ও ৩০টি গ্রামের অধিবাসী মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তার মধ্যে ১৯ জনকে হত্যা, ১৭ জনকে মারধর, ২১ জনকে অপহরণ, ২২ জনকে আটক, ৬ জনকে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ, ১৯৫ বম ও মারমা পরিবারের প্রায় এক হাজার গ্রামবাসীদের গ্রাম থেকে উচ্ছেদ এবং ২৫টি গ্রামের অধিবাসীদের নানা ধরনের হয়রানি ও উচ্ছেদের হুমকি প্রদান ইত্যাদি ঘটনা সংঘটিত হয়েছে।

            (গ) সেটেলার কর্তৃক হামলা ও ভূমি বেদখল ২০২৩ সালে সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম বাঙালি সেটেলার ও ভূমিদস্যু কর্তৃক ২৪টি ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ১৯টি পরিবার ও ২১০ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তার মধ্যে ৬ জনকে হত্যা এবং ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনা সংঘটিত হয়েছে। (ঘ) যৌন হয়রানি, সহিংসতা, ধর্ষণ ও হত্যা ২০২৩ সালে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষ কর্তৃক জুম্ম নারী ও শিশুর উপর ২৪টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে ২৫ জন নারী মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তার মধ্যে ১ জনকে হত্যা, ১২ জন নারী ও শিশুকে ধর্ষণ, ৭ জনকে ধর্ষণের চেষ্টা এবং ২ জন নারী ও শিশুকে অপহরণ ও পাচারের চেষ্টার ঘটনা সংঘটিত হয়েছে।

 

Date: 02January 2024

 

PCJSS AnnualReport of 2023 on Human Rights Situation of CHT

 

Due to non-implementation of the Chittagong Hill Tracts (CHT) Accord signed between the government and the PCJSS in 1997, the overall human rights situation in the CHT has turned into very explosive and alarming. Suppression and oppression, arrest, imprisonment, murder, disappearance, entangling in fabricated cases, land grabbing, eviction, and expansion of settler cluster villages by government, infiltration, minorisation of Jumma people, communal attack, cultural aggression, violence against women have become a common phenomenon.

            It is worth mentioning that the CHT Accord, signed between Bangladesh Government and the PCJSS in 1997 to solve the CHT issue in a political and peaceful manner, has not been precisely implemented even after 26 years have elapsed. The Awami League government, signed the Accord, has been in power for 15 years since 2009. But even after long period in office, the ruling government has not come forward to implement the basic issues of the Accord. It is not only that, the government has not taken any effective steps to implement the Accord, but carrying out anti-Accord and anti-Jumma interest activities.

            One of the glaring examples is- the Ministry of Chittagong Hill Tracts Affairs (MoCHTA) has formed ‘an Inter-Ministerial Committee on evaluation, progress and monitoring status of the CHT Accord’ for the recommendation of review, evaluation and action plan of the Accord on September 28, 2022, keeping aside one of the signatories the PCJSS and the CHT Accord Implementation and Monitoring Committee. And through this anti-Accord entity, propaganda is being spreading that 65 sections out of 72 were implemented. In fact, only 25 of the 72 articles of the Accord have been implemented. The remaining 47 have either been totally unimplemented or partially implemented leaving them in limbo.

            In 2023, the 7th and 8th meetings of the CHT Accord Implementation and Monitoring Committee were held on March 9 at Kuakata and August 20 at JatiyaSangsadBhavan, but there was no progress in implementing the resolutions taken in the previous meetings including these two ones. As a result, due to the non-cooperation and laxity of the government, the Committee has become a defunct body. To cover up its failure to implement the Accord, the government is criminalizingJumma people including workers and leaders of PCJSS who are demanding implementationof CHT Accord labelling them as ‘terrorist’, ‘separatist’, ‘armed miscreants’ and ‘extortionist’ to thwart the process of implementation of the Accord and movement through the security forces. As a part of that, fascist and anti-human rights activities have been intensified encountering right activists and the masses agitating for the implementation of the Accord with illegal arrest, extra-judicial killing, planting arms and arrest, sending to jail on false cases, and house search and vandalism without warrant, physical torture and harassment.

            In 2023, 240 human rights violations were committed by security forces and law enforcement agencies, army-backed armed terrorist groups, communal and fundamental groups, Muslim Bengali settlers and land grabbers, and 1,933 Jumma people were victims of human rights violations, 64 villages were raided by the army and 84 houses and family members were searched by the army in the CHT.

  1. a) Persecution by administrations and security forces

135 incidents were committed by security forces and law enforcement forces, and 643 people were subjected to human right violations. Among them, 31 people were arrested or temporarily detained, 245 people beaten, injured and harassed, 53 people were entangled in false cases, conduction of military operations in 64 villages, army search of 84 houses, 31 families were evicted or threatened with eviction, initiatives of setting up 5 new camps were taken place in 2023.

            (b) Ill-motivated activities of army backed armed terrorist groups:

In 2023, 57 incidents were committed by the army-backed armed terrorist groups. In the incidents 1,055 persons along with residents of 30 villages were faced with human rights violations. Among them, 19 people were killed, 17 people beaten, 21 people kidnapped, 22 people detained, 6 people handed over to the police after being detained, about 1000 evicted from their villages of Bawm community, and the incidents of harassment and eviction of 25 villagers happened.

            (c) Attack and land grabbing by settlers

In 2023, 24 incidents were committed by communal and fundamentalist groups, Muslim Bengali settlers and land grabbers, and 19 families and 210 Jummas were victims of human right violations. Among them, 6 people were killed and 18 houses were set on fire.

            (d) Sexual harassment, violence, rape and murder

In 2023, there were 24 incidents of violence against Jumma women and children by state and non-state actors, and 25 women were subjected to human rights violations. Among them, one person was killed, 12 women and children were raped, 7 were attempted to be raped and 2 women and children were attempted to abduct and traffic.

 

Sajib Chakma

Assistant Information and Publicity Secretary

ParbatyaChattagram Jana Samhati Samiti (PCJSS)

খবরটি 716 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen