বিশেষ খবর ডেস্ক: চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রী ছিন গ্যাং কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছেন। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চীনা পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ২ টা ৭ মিনিটে চীনা পররাষ্ট্র মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্র মন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নেমেছে।

            কূটনৈতিক সূত্রগুলো বলছে, যাত্রা বিরতি হলে প্রথম বারের মতো ঢাকায় চীনা পররাষ্ট্র মন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। আশা করা হচ্ছে, সংক্ষিপ্ত সময়ে উভয়পক্ষ দ্বিপাক্ষিকসহ বহু পাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রী। সে সফরে যাত্রা বিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলছেন গ্যাং। সদ্য শেষ হওয়া বছরের দুই দিন আগে চীনের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান গ্যাং। দায়িত্ব পাওয়ার পর আফ্রিকায় প্রথম বিদেশ সফরে যাচ্ছেন গ্যাং। সবশেষে গত বছরের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।

খবরটি 425 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen