জাতীয় ডেস্ক: উত্তরার দিয়াবাড়ি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সবুজ পতাকা নেড়ে মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে পতাকা নাড়ানোর পর সেটিতে সই করেন প্রধানমন্ত্রী। এরপর ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও যাবেন। উদ্বোধন হলেও ‘স্বপ্নের বাহনে’ চড়তে যাত্রীদের অপেক্ষা করতে হবে আগামীকাল (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করে মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন। জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় সুধী সমাবেশ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে, জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রমুখ।

খবরটি 324 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen