জাতীয় ডেস্ক: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৯ সাংগঠনিক বিভাগীয় শহরে গণসমাবেশের পর ঢাকায় বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। ঢাকার সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশের এ কর্মসূচি সমাপ্ত হবে। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ টি বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার হওয়ায় ঢাকা বিভাগীয় গণসমাবেশে থাকছেন না তিনি। মির্জা ফখরুল গ্রেফতার হওয়ায় গণসমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশের মূল-আকর্ষণ থাকছে আগামী দিনের গণআন্দোলনের ১০ দফা। একই সঙ্গে সমাবেশ থেকে আসবে আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের ঘোষণা ও নতুন কর্মসূচি।

            ঢাকার বিভাগীয় গণসমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। গণসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরও অনেকে। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।           এছাড়া গণসমাবেশে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

            এ গণসমাবেশ ঘিরে গোলাপবাগ মাঠ ও এর আশেপাশে বিএনপির লাখো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। গতকাল রাতে বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতা কর্মীরা গোলাপবাগ মাঠে পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে নেতাকর্মীরা আসেন।

            গত বুধবার বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, একজনের প্রাণহানি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের চার শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়। সমাবেশের স্থান নিয়ে কয়েক দফা আলোচনার পর শুক্রবার বিকেলে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

            সার্বিক নিরাপত্তায় কমলাপুর, সায়েদাবাদ, গোলাপবাগ এলাকায় বেশ কিছু তল্লাশি চৌকি স্থাপন করেছে পুলিশ। পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশের অবস্থান নিয়েছে।

খবরটি 404 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen