অর্থনীতি ডেস্ক: এক দশকের বেশি সময় ধরে ঈদের দিন চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়ানো এবং জেটি ত্যাগ বন্ধ রয়েছে। সেই রেকর্ড ভেঙে এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ। এবারের ঈদের দিন মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জেটিতে জাহাজ ভেড়ানো হয়েছে; রপ্তানিপণ্য নিয়েও জেটি ছেড়েছে।

            বন্দর সূত্রে জানা গেছে, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য কমডোর মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন আবু সাঈদ মো. কামরুল আলম বহির্গামী জাহাজের পাইলটিং সম্পন্ন করেন। অন্যদিকে বহির্নোঙর থেকে অপর জাহাজটি জেটিতে আনেন পাইলট আবুল খায়ের। এদিন দুপুরে বন্দরের টিটাগাং কনটেইনার টার্মিনাল-১ (সিসিটি) জেটিতে ৯৩৮ টিইইউস কনটেইনার নিয়ে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রাজিন জাহাজ। ১ হাজার ১৯৫ টিইইউস কনটেইনার নিয়ে সিঙ্গাপুর-পোর্ট কেলাং বন্দরের উদ্দেশে ছেড়ে যায় লাইবেরিয়ার পতাকাবাহী ভেসি স্টার জাহাজ। জাহাজ দুটিকে সহায়তা করে বন্দরে শক্তিশালী টাগবোট কা-ারি-১০।

            বন্দর কর্মকর্তারা জানান, আগে ঈদের দিন বন্দরে জাহাজ আসা-যাওয়ার কার্যক্রম বন্ধ থাকত। এবার প্রধানমন্ত্রী ঘোষিত ২৪ ঘণ্টা ৭ দিন বন্দর সচল রাখার নির্দেশনা বাস্তবায়নে ঈদের দিনও জাহাজ ভেড়ানো হয়েছে।

            ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, প্রধানমন্ত্রী সাত দিন ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে ঈদের দিনও আমরা সেবা দিয়েছি। এক দশকের রেকর্ড ভেঙে জেটিতে জাহাজ এনেছি; জেটি থেকে বহির্নোঙরে গিয়েছে। বন্দরের চেয়ারম্যান মহোদয়ের দক্ষ নেতৃত্বে কাজে গতিশীলতা এসেছে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পাইলটদের সুদক্ষ পরিচালনার মাধ্যমে জাহাজ আনা সম্ভব হয়েছে।

খবরটি 441 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen