অর্থনীতি ডেস্ক: কমলাপুর ও রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুটি ‘স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্ট’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশ ফিটে প্রথম প্ল্যান্ট উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, রেলে ইতোমধ্যে প্রায় ৭০০ নতুন কোচের সমন্বয়ে ট্রেন চলছে‌। আরও প্রায় ৪০০ কোচ আগামী বছরের মধ্যেই রেল বহরে যোগ হবে। রেল বহরে অত্যাধুনিক কোচ ও ইঞ্জিন আসছে। এসব কোচ স্বয়ংক্রিয় পদ্ধতি ছাড়া পরিষ্কার করা সম্ভব নয়। সোমবার কমলাপুর ও রাজশাহীতে দুটি ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্ট’ স্থাপন হওয়ায় মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে ৩৫ থেকে ৪০টি যাত্রীবাহী কোচ পরিষ্কার করা যাবে। ম্যানুয়াল পদ্ধতিতে মাত্র একটি গাড়ি (ট্রেন) পরিষ্কার করতে (১০ থেকে ১৪ কোচ) তিন ঘণ্টা লাগত। এখন একটি গাড়ি মাত্র ৬ মিনিটের মধ্যে পরিষ্কার করা সম্ভব হবে।

            বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে প্ল্যান্ট দুটি স্থাপন করা হয়েছে। ২০১৭ সালের ৪ অক্টোবর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পের আওতায় ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ ও ৫০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবং যুক্তরাষ্ট্র থেকে দুটি অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট কেনা হয়। প্রকল্পে ব্যয় হয় ৩৬ কোটি টাকা।

খবরটি 385 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen