শিক্ষা ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পাচ্ছে। মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু কর্নারের মতো উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সঠিক ও বিস্তারিতভাবে জানার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এ দেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার বহুমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা না হলে তারা বিভ্রান্ত হতে পারে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরলে তারা বিভ্রান্ত হবে না, এটা জোর দিয়ে বলা যায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু কর্নার করা হয়।

খবরটি 514 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen