তথ্য প্রযুক্তি ডেস্ক: গুগল, আমাজন ও ফেসবুকের নিবন্ধন বাধ্যতামূলক। এদের কাছ থেকে বকেয়াসহ সব রাজস্ব আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়। বাংলাদেশের জনগণের ন্যায্য পাওনা বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এর আগে হাইকোর্ট ভ্যাট এবং শুল্ক আদায়ে কয়েক দফা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।
রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি ও লাইসেন্স ফিসহ সব লেনদেন থেকে মুসক এবং টার্নওভার কর, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর বকেয়াসহ আদায়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। রায়ে এসব প্রতিষ্ঠান থেকে সব ধরনের রাজস্ব আদায় করে হলফ নামা দাখিল করতে রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়। এদিকে ফেসবুক, গুগল, অ্যামাজন ও এ জাতীয় অনাবাসী ব্যবসা প্রতিষ্ঠাগুলো তাদের ব্যবসার বিপরীতে কত টাকা ভ্যাট বা মূসক দিচ্ছে তা জাতীয় রাজস্ব বোর্ডকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

খবরটি 422 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen