বিষেশ খবর ডেস্ক: আদিবাসী শব্দের পরিবর্তে উপজাতি শব্দের ব্যবহার নিয়ে গত ১১ সেপ্টাম্বর ২০২০তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় – ২ অধিশাখা থেকে একটি অফিস অদেশে এই বিষয় উল্লেখ করা হয়।
আদেশে উপযুক্ত বিষয় হিসেবে ব্যবহার করা হয় ২টি সুত্র: (১) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়- ২ শাখার পত্র নংসহ ছবিতে দেয়া হয়েছে। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তি চুক্তির “খ“ খন্ডের ১নং ধারায় পরিষদের আইন “উপজাতি“ শব্দটি বলবৎ থাকবে মর্মে উল্লেখ রয়েছে। (২) এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২৩ ক অনুচ্ছেদে উল্লেখ যে “রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষদ্র জাতিসত্তা, নৃ গোষ্ঠি ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। সূত্র:  দৈনিক বান্দরবান।

খবরটি 491 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen