স্বাস্থ‍্য ডেস্ক: দেশে সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ। আর ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন নারী। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন পুরুষ ও ৩ লাখ ৭১ হাজার ৮ জন নারী। টিকা গ্রহিতাদের মধ্যে সামান্য পাশর্প্রতিক্রিয়া দেখা গেছে ৯৬৭ জনের মধ্যে। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন।

            শনিবার (১৭ এপ্রিল) সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। তার মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন পুরুষ। আর ৭৮ হাজার ৩১৩ জন নারী। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। তার মধ্যে ৭ হাজার ৬৬৬ জন পুরুষ ও ৪ হাজার ৪৯১ জন নারী। ৪ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গিয়েছে।

খবরটি 729 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen