অর্থনীতি ডেস্ক: চলতি বোরো মৌসুমে ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা গতবছরের চেয়ে এক লাখ টন কম। আগামী ২৮ এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা হবে। দু-একদিনের মধ্যে ধান ও চালের মূল্য নির্ধারণ করা হবে।
হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এ অবস্থায় চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভার্চ্যুয়াল মাধ্যমে আয়োজিত এক সভায় খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে। গতবারের চেয়ে দেড় লাখ টন কমিয়ে এবার সরাসরি কৃষকের কাছ থেকে সাড়ে ছয় লাখ টন ধান কেনা হবে। এদিকে চলতি মাসের শুরু থেকেই গম কেনা শুরু করেছে সরকার। প্রয়োজন হলে ধান চাল ও গম আমদানি করা হবে বলে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

খবরটি 552 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen