স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করা হয়। রবিবার (৭ মার্চ) বিকাল ৩ টায় সদর থানার মাঠে আনন্দ উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অিতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

            পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বরেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৭ই মার্চ ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছন। এ ভাষণ সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। দেশ স্বাধীনের পর এ দেশকে সোনার ‍বাংলা গড়ার স্বপ্ন দেখেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করলেও সোনার ‍বাংলা গড়ার স্বপ্ন শেষ করে দিতে পারে নাই। তার সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার ‍বাংলা গড়ার স্বপ্ন এগিয়ে নিয়ে চলেছেন। বাংলাদেশ এখন উন্নয়নে এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন মধ্যেম আয়ের দেশ।এখন উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ।

            অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার বেগম জেরিন আখতার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সদর উপজেলা চেয়াম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র মো: ইসলাম বেবী, জেলা সিভিল সার্জন অংশৈই প্রু মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ ও পরিষদ সদস্য লক্ষীপদ দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

খবরটি 977 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen