স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপরে হামলা ও নাশকতা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষীপদ দাসকে কারাগারে পাঠানো হয়। বুধবার সকালে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা তুজ জোহরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জনানা যায়, অভিযুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর, হামলা ও অন্যান্য ৫ টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন আদালতে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা ও অন্যান্য ৫ টি মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষীপদ দাসকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস। গত ২৫ মার্চ ২০২৫ সালে বান্দরবানের বহুল আলোচিত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পরিষদের সাবেক সদস্য লক্ষীপদ দাসকে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ঢাকায় কেরানীগঞ্জ থেকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।