ব্রেকিং নিউজ:

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট সংযোগ আনা নিয়ে চুক্তি করেছে টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। বুধবার (১২ মার্চ) টেলিকম অপারেটরটি এ তথ্য জানিয়েছে। প্রায় একমাস আগে ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। এ সময় তারা মহাকাশ, মোবিলিটি, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে কাজ করার ঘোষণা দেন। এরপর  ভারতে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট আসতে যাচ্ছে।

            এয়ারটেল একটি বিবৃতিতে বলেছে, এয়ারটেলের খুচরা দোকানগুলোতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির বিষয়টি স্পেসএক্স এবং এয়ারটেল বিবেচনা করে দেখবে। এর মাধ্যমে বাণিজ্যিক গ্রাহক এবং বিভিন্ন কমিউনিটি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে এক করার সুযোগ দেওয়ার চেষ্টা হবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। এরআগে ভারতে ইলন মাস্ক তার ইলেকট্রিক গাড়ি বিক্রির চুক্তি করেন। এরপর আসল তার স্টারলিংকের ভারতে প্রবেশের বিষয়টি।

সূত্র: এনডিটিভি

খবরটি 90 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন