জাতীয় ডেস্ক: যৌথবাহিনীর অপারেশনেসব বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধার, টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের ধরা হবে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে এটা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে।

            জানা যায়, আজকের সভাটি ছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইন-শৃঙ্খলা নিয়ে কথা হয়। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়। সব বৈধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ব্যাপারে কিছু পদক্ষেপ নেয়া হবে। আগামীকাল রাত ১২টা থেকে আমাদের যৌথবাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশন।

খবরটি 284 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen