শিক্ষা ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত চলতি বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন ইন্টোমোলজি, এমএস ইন অ্যাগ্রোনোমি, এমএস ইন অ্যাকুয়াকালচার, এমএস ইন পলিটিকাল সায়েন্সের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

            বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেজবাহ উদ্দিন বুধবার এ তথ্য জানান। তিনি জানান, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

খবরটি 301 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen