জাতীয় ডেস্ক: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে প্রায় বিশ হাজার আনসার সদস্য সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে অবস্থান নিয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকায় চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আনসার সদস্যরা আন্দোলন করেছে। এক দফা দাবিতে সচিবালয়ে বিভিন্ন গেট, ওসমানী উদ্যান, জাতীয় প্রেস ক্লাব এবং এর আশেপাশের এলাকাগুলোতে তাদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারী সদস্যরা নান স্লোগান দিতে থাকেন। আমার স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দুর্নীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, শ্রমিক কেনো রাস্তায় প্রশাসনের জবাব চাই, তুমি কে আমি কে, আনসার, আনসার, আর নয় চুক্তি এবার চাই মুক্তি, জাতীয়করণ জাতীয়করণ করতে হবে, করতে হবে।

            জানা যায়, বিক্ষোভকারী আনসার সদস্যদের গত ৭৬ বছর ধরে আমাদের জাতীয়করণের আশ্বাস দেওয়া হয়েছে। অথচ ৭৬ বছর ধরে চাকরি জাতীয়করণ থেকে বঞ্চিত। তাদের চাকরি অবিলম্বে জাতীয়করণ করতে হবে। সরকার এবারও আশ্বাস দিয়েছে। কিন্তু প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের অবস্থান ধরে রাখবো।

খবরটি 303 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen