স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে চিকিৎসকদের নামের পূর্বে ব্যবহৃত ‘ডাক্তার’ শব্দের অপব্যবহার প্রতিরোধের আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। বুধবার (২১ আগস্ট) এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসা লাভ জনগণের একটি মৌলিক মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার। এ জন্য চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকদের নামের পূর্বে ব্যবহৃত ডাক্তার শব্দের অপব্যবহার হলে বাংলাদেশের সাধারণ জনগণ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। এ অবস্থায় ডা. শব্দের অপব্যবহার প্রতিরোধে চিকিৎসকদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাস করা চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করার সুযোগ নেই। বিএমএন্ডডিসি এ আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র মহান জাতীয় সংসদ এ আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের এমন পরিস্থিতিতে এনডিএফ ডাক্তার পদবি অপব্যবহার প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছে।

খবরটি 306 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen