অর্থনীতি ডেস্ক: দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজার দর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় পরিবারের প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, সয়াবিন তেল, লবণ, বডি লোশন, শ্যাম্পু, চা, মিল্ক পাউডার ও বেবি ডায়পারসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপার শপটি। একটি পরিবারের ঘরের মাসের বাজারে সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে স্বপ্ন। এ ছাড়া, খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ ও মাংসতে কোনো ভ্যাট নেই।

            স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ৩ ও ৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) স্বপ্নতে ১ কেজি সার্ফ এক্সেল পাওয়া যাবে ২৭০ টাকায় (যা খোলা বাজারে ২৯০ টাকা) ও ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা)। এছাড়া, বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়। এছাড়া, বাচ্চাদের ডায়পারে থাকছে সেরা অফার, যা অনান্য ই-কমার্স সাইটসহ বাজার থেকে অনেক কম দামে পাবেন স্বপ্নর গ্রাহকরা। স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপাপের (লার্জ সাইজ ২৪ পিস) দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা, যা বাজারে  ৭০০ টাকা। স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (এক্স এল ৪৪ পিস) দাম স্বপ্নতে ৮৭০ টাকা, যা বাজার ও অনান্য ই-কমার্স সাইটে ১০৫০ টাকা।

খবরটি 551 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen