মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২ এপিবিএন কর্তৃক ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর। শুক্রবার (১০ নভেম্বর) ২৫ টি মোবাইল ও বিকাশে টাকা মালিকের নিকট হস্তান্তর করেছে এপিবিএন। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান সার্বিক দিক নির্দেশনায় এএসআই রবিউল করিম সিকদার এর তৎপরতায় ২৫ টি মোবাইল ও বিকাশে ৩৮, ৪৩০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

            এপিবিএন সূত্র জানায়, মোবাইল হারানো সংক্রান্তে জিডি যথাক্রমে ১। বাকলিয়া থানার জিডি নং-১২৪৭, ২। সাতকানিয়া থানার জিডি নং-৮২০, ৩। সাতকানিয়া থানার জিডি নং-৫৮৭, ৪। কচুয়া থানায় জিডি নং-৪৭৩, ৫। রাঙ্গুনিয়া থানায় জিডি নং-৯৯৬, ৬। সন্দীপ থানার জিডি নং- ১০৫৯, ৭। সোনাগাজী থানায় জিডি নং-৫৩৮, ৮। সেনবাগ থানার জিডি নং-৪৩৩, ৯। ফেনী মডেল থানার জিডি নং-২৪৮, ১০। কামরাঙ্গীরচর থানার জিডি নং-১৩৪৫, ১১। কাশিয়াডাঙ্গা থানার জিডি নং-৭১৬, ১২। কাশিয়াডাঙ্গা থানার জিডি নং-৭১৭, ১৩। লোহাগাড়া থানার জিডি নং-৪৮০, ১৪। হালিশহর থানার জিডি নং-৮২৪, ১৫। ফতুল্লা থানার জিডি নং-২৩৮, ১৬। গুলশান থানার জিডি নং-১৪৬০, ১৭। উখিয়া থানার জিডি নং-১১৮, ১৮। বায়েজিদ বোস্তামী থানার জিডি নং-১৭৮৯, ১৯। হাটহাজারী থানার জিডি নং-১৮৮৩, ২০। শাহবাগ থানার জিডিনং ৮৭৫, ২১। কোতয়ালী থানার জিডি নং-১০১৩, ২২। পাহাড়তলী থানার জিডি নং-৫৬২, ২৩। চর জব্বর থানার জিডি নং-৪১, ২৪। লামা থানার জিডি নং-৬৪৯, ২৫। সবুজবাগ থানার জিডি নং-৫১৫, কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) কর্তৃক (Realme 7 pro, Moto G31, Redmi 8A, Vivo Y21, Realme, Lenovo K 13 Note, Vivo V23, Redmi Note 11 pro, Sumsung M31, Iphone 7plus, Infinixhot11s, Vivo Y20. Vivo Y16. Vivo Y21. M21, Sumsumg galaxy c9 pro, Realmi RMX 2195, Huawei Vne-Lx2, Poco M3, One Plus note ce2, Poco x3, Xiami, Realme Narzo 50, Hot 121, Sumsumg A52) সর্বমোট ২৫ টি মোবাইল ফোন।

            অপরদিকে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। সোনাইমুড়ী থানার জিডি নং- ৭০১, ২। বান্দরবান সদর থানায় জিডি নং-৯৯৩, ৩। বান্দরবান সদর থানায় জিডি নং-১০৪১ মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ২০,৪০০/- টাকা, ১৫,০০০/- টাকা ও ৩,০৩০/- টাকা উদ্ধার করে।

            ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব আমিনুল ইসলাম নিকট হতে বিভিন্ন ব্রান্ডের ২৫ টি মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৩৮, ৪৩০/- (আটত্রিশ হাজার চারশত ত্রিশ) টাকা প্রকৃত মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প কমান্ডার (পুলিশ পরিদর্শক) জনাব শওকত আলী। অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ।

খবরটি 552 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen