মো: তুহিন হোসাইন, স্টাফ রিপার্টার, বান্দরবান: বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়। আহত হয়েছে দুই সেনা কর্মকর্তা। খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৬ মে) সেনাবাহিনীর ওই কর্মকর্তা ও সৈনিকরা টহলের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন দুই সেনা সদস্য মারা যান।

            আইএসপিআর জানায়, গতকাল বান্দরবান সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়া থেকে সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। এরপর ওই স্থানের উদ্দেশ্যে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল যাত্রা করে। দলটি জারুলছড়ি পাড়ার কাছে পাহাড়ের নিচের পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে দুপুর ২ টার দিকে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সন্ত্রাসীরা আতর্কিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। ওই সময় দুই সেনা কর্মকর্তা ও দুই সৈনিক আহত হন। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন দুই সৈনিক মৃত্যুবরণ করে। আহত দুই কর্মকর্তা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সর্বশেষ হামলায় দুই সেনা প্রাণ হারাল। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

খবরটি 358 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen