জবভ:                                         উধঃব: ১৮ মে ২০২৩

 

প্রেস বিজ্ঞপ্তি

 

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে নেয়া পাহাড়ি গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ

 

বান্দরবানের রুমায় কেএনএফ- এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া কয়েকটি গ্রামের পাহাড়িদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

            ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা আজ বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩, এক বিবৃতিতে অবিলম্বে উক্ত গ্রামবাসীদের ভাগ্যে কী ঘটেছে তা জানানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, কথিত বিচ্ছিন্নতাবাদী দমনের নামে নিরীহ জনগণের জানমাল ও মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলা গ্রহণযোগ্য নয়।

            স্থানীয় জনগণের বরাত দিয়ে ইউপিডিএফ নেতা বলেন, ‘গত ১৫ মে সুংসং পাড়া আর্মি ক্যাম্পের সৈন্যরা পাসিং পাড়া থেকে ১৭ জন ও এমটিএস পাড়া থেকে ১৪ জন ম্রো গ্রামবাসীকে এবং তারপর দিন অর্থাৎ ১৬ মে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সেনারা বাশিরাম পাড়া থেকে ২২ জন ত্রিপুরা ও আরও কয়েকটি গ্রাম থেকে ত্রিপুরা ও মারমা গ্রামবাসীকে জোরপূর্বক নিয়ে যায় এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযানে মানবঢাল হিসেবে ব্যবহার করে।’ তিনি বলেন, ‘গতকাল উক্ত অভিযানে দুই সেনাসদস্য নিহত ও অপর দুই সেনা অফিসার আহত হওয়ার খবর আইএসপিআর জানালেও অভিযানে যেতে বাধ্য করা গ্রামবাসীদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে একটি অসমর্থিত খবরে জানা যায় উক্ত অভিযানে গ্রামবাসীদের মধ্যে জুয়েল ত্রিপুরা নামে একজন নিহতএবং অন্য একজন আহত হয়েছেন।’

            অংগ্য মারমা অবিলম্বে জোর করে কেএনএফ বিরোধী অভিযানে নিয়ে যাওয়া গ্রামাবাসীদেরকে তাদের স্ব স্ব পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের অভিযানে নিরীহ লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

বার্তা প্রেরক

 

 

নিরন চাকমা

প্রচার ও প্রকাশনা বিভাগ

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

খবরটি 433 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen