মো: তুহিন হোসেন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলা বিএনপি আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১০ দফা মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বান্দরবান জাসাস দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শুক্রবার (২৬ মে) বিকাল ৩ টায় সময় বান্দরবান বিএনপি অফিস কার্যালয় প্রাঙ্গন হতে সার্কিট হাউস শুরুঙ্গ এলাকায় সমাবেশের আয়োজন করেছে। সমাবেশের শুরুতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে বান্দরবান জেলার বিএনপি’ বাংলাদেশ জাতীয়বাদী দল বান্দরবান জেলা জাসাস দল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এদিকে জেলা বিএনপি অফিস কার্যালয় চত্বর হতে বান্দরবান পৌর প্রধান সড়ক মিছিল শুরু হয়ে জেলা প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভার বনরুপা রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে বনরুপা ইসলমী মাদ্রাসায় এলাকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ দফা মুক্তি দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ দফা মুক্তিদাবীতে বিক্ষোভ ও সমাবেশ অংশ গ্রহণ করেন।
সমাবেশে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ দফা মুক্তির দাবীতে বান্দরবান জেলার বিএনপি বিক্ষোভ সমাবেশ করতে হয়েছে। আমরা চাই দেশে শান্তিতে বসবাস করতে। ইনশাআল্লাহ দেশকে আগের মত আমরা ফিরিয়ে আনার জন্য চেষ্টায় আন্দোলন করতে হবে। আর আমরা সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ দফা মুক্তি দাবী করছি।
প্রতিবাদ সমাবেশে বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস ম্যামাসিং, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাবেদ রেজা, বান্দরবান জেলার বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বান্দরবান জাসাস দল আহবায়ক এডভোকেট মো: আলমগীর, সদস্য সচিব মো: ইউনুছ, সদস্য অংশৈ হ্লা, সুয়ালক ইউনিয়ন সিনিয়র সদস্য মো: পারভেজ, সিনিয়র সদস্য মো: নবী হোছন, রাজবিলা ইউনিয়ন মো: কোরবান আলী, কুহালং ইউনিয়ন সদস্য মো: হাদিসসহ বিএনপি সকল নেতাকর্মীদের উপস্থিত ছলেন।