বিশেষ খবর ডেস্ক: মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফে টহল ও নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত রাত দিন নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের  মাধ্যমে টহল চলছে। কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের টেকনাফ সীমানায় যেন বিন্দুমাত্র বিরূপ পরিবেশ সৃষ্টি না হয় এ জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কোস্টগার্ড। মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচারসহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে কোস্টগার্ড।

            মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে অনুপ্রবেশকারী ঠেকাতে সতর্ক আছে বাহিনীটি। এ ছাড়া টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের মানুষের জানমালের নি-িদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কোস্টগার্ড দায়িত্ব পালন করে যাচ্ছে। যে কোনো প্রকার গুজব কিংবা মিথ্যা অপপ্রচার যেন অনাকাক্সিক্ষত কোনো পরিস্থিতি বা অস্থিরতা তৈরি করতে না পারে এ জন্য নিজস্ব গোয়েন্দা নজরদারিসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড।

খবরটি 308 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen