শিক্ষা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পাচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। বঙ্গবন্ধুর জীবন দর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য এই চেয়ারের অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান।

            রেজিস্ট্রার মো.ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাশ হয়েছে। নীতিমালা তৈরি হয়েছে। খুব দ্রুত একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেয়া হবে। তিনি আরো বলেন, এ পদে নিয়োগ প্রাপ্ত অধ্যাপকরা বঙ্গবন্ধু চেয়ার বা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদবিতে ভূষিত হন। আমাদের নীতিমালা অনুযায়ী খুব দ্রুত এটার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

            বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।

খবরটি 383 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen