বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। শিগগিরই ঢাকায় নিজেদের ভিসা অফিস স্থাপন করতে যাচ্ছে দেশটি। গত মঙ্গলবার এক রিপোর্টে দেশটির সংবাদমাধ্যম লোভিন মাল্টা এ খবর দিয়েছে। এর আগে ভিসা পেতে ভারতের দিল্লিতে গিয়ে সেখানকার মাল্টা হাইকমিশনে আবেদন করতে হতো বাংলাদেশিদের। গত মাসে হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা প্রদান বন্ধের ঘোষণা দেয় দিল্লির মাল্টা হাইকমিশন। অবশেষে এই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

            লোভিন মাল্টা জানায়, ধারণা করা হয় গত মাসে ভিসা বন্ধের আদেশের পেছনে ভারত সরকারের ভূমিকা ছিল। তবে মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সম্প্রতি এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত আসুদ আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে ঢাকায় মাল্টার ভিসা অফিস স্থাপনের বিষয়টি সবাইকে জানান তিনি।

            কে ভারতে মাল্টার হাইকমিশনার রিউবেন গাউচি ঢাকা সফর করেন। এ সময় তিনি ভিসা অফিস স্থাপনসহ নানা ইস্যু নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বরাষ্ট্র সচিব আখতার হোসাইনসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

খবরটি 259 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen