বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়। গত ২৪ মার্চ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স অব ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, স্পেশাল অর সার্ভিস পাসপোর্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

            এমতাবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

খবরটি 295 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen