স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ (বিটিকেএস) উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করে ত্রিপুরা জনগোষ্ঠী। রাঙামাটির বিলাইছড়িতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সন্ত্রাসী গ্রুপের হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। রোববার (৩ জুলাই) সকাল ১০ টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ত্রিপুরা জনগোষ্ঠী। এ নববন্ধনে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার শতশত নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

            মানববন্ধনে বক্তারা বলেন, ত্রিপুরা সাম্প্রদায়ের অসহায় পাড়া বাসীদের উপর হামলাকারী নতুন সন্ত্রাসী সংগঠন কুকিচীন ন্যাশনাল ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। দোষীদের আইনের আওতায় বিচার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

            মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা সংসদের উপদেষ্টা দেনদোহা ত্রিপুরা, মানবাধিকার কর্মি সত্যহা পাঞ্জী ত্রিপুরা, গার্বিয়াল ত্রিপুরা প্রমুখ। মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর।

            গত ২১জুন রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামবাসীদের উপর সশস্ত্র হামলা করে সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)। এ ঘটনায় ৩ জন নিহত ও ২ শিশু গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর সন্ত্রাসীদের হুমকিতে বড়থলি ইউনিয়নের তিনটি পাড়ার ৯২টি পরিবার গ্রাম ছেড়ে বান্দরবানে পালিয়ে এসে আশ্রয় নেয়।

খবরটি 425 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen