খেলা ডেস্ক: বান্দরবানে ফাইনাল খেরায় বঙ্গবন্ধৃ গোল্ডকাপ ফৃটবল টুর্নামেন্ট সমাপ্তি ঘটে গেল। ফাইনাল খেরায় শেখ জামাল চকরিয়া ৪-০ গোলে জয় পায়। শুক্রবার (১০ জুন) বিকাল ৩ টায় বান্দরবান স্টেডিয়ামে এ ফাইনাল খেরা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেরায় শেখ জামাল চকরিয়া ও আবাহনী ক্রীড়া চক্র দোহাজারী অংশগ্রহন করে।

            বঙ্গবন্ধৃ গোল্ডকাপ ফৃটবল টুর্নামেন্ট খেলায় ৩ ম্যাচ ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করে সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন শেখ জামালের ১০ নং জার্সিধারী নাইজেরিয়ান আইকে। ফাইনাল খেলায় আইকে ২টি গোল করে সেরা গোলদাতা নির্বাচিত হন আইকে। শেখ জামালের ৬ নং জার্সিধারী মো. মহিউদ্দিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন শেখ জামাল ক্লাবের গাম্বিয়ান ফুটবলার ১১ নাম্বার জার্সিধারী শিলা। টুর্নামেন্টের সুশৃঙ্খল দল নির্বাচিত হয় কিংস অব বনরুপা বান্দরবান।

            বঙ্গবন্ধৃ গোল্ডকাপ ফৃটবল টুর্নামেন্ট সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

খবরটি 483 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen