পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের দুই আস্থাভাজন নেতা দীপংকর তালুকদার ও হাজী মোঃ মুছা মাতব্বরের উপর দলীয় কাউন্সিলররা নৌকার মাঝির দায়িত্ব অর্পন করেছেন। গত ২৬ বছর ধরে সভাপতির পদ ধরে রাখা দীপংকর তালুকদার এমপি সভাপতি পদে আবারো বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ভোটে ২য় বারের জয়ী হয়ে হাজী মোঃ মুছা মাতব্বর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট মাঠে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

 মঙ্গলবার সকালে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট মাঠে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

            সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্ধন্ধিতায় আবারো রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন দীপংকর তালুকদার এমপি। কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। জেলার মোট ২৪৬টি ভেটের মধ্যে থেকে মুছা মাতব্বর পেয়েছেন ১৩৮ ভোট। তার নিকটতম প্রার্থী হাজী কামাল উদ্দিন পেয়েছেন ১০২ ভোট।

            দলীয় সূত্রে জানা যায়, সভাপতি পদের দুই প্রার্থী দীপংকর তালুকদার এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো নিখিল কুমার চাকমাকে নিয়ে আলাদা বৈঠক করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বৈঠকে নিখিলকে প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে শেষবারের মত সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

            এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আয়াসিকা আয়েশা খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

            রাঙামাটি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১০ বছর আগে ২০১২ সালের ৮ ডিসেম্বর। তখন সে সম্মেলনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় দীপংকর তালুকদার সভাপতি মনোনিত হন বিনা প্রতিদ্ধন্ধিতায়। সাধারণ সম্পাদক পদের ভোটাভুটিতে নির্বাচিত হন হাজী মোঃ মুছা মাতব্বর। তার প্রতিদ্বন্ধি ছিলেন হাজী কামাল উদ্দিন।

খবরটি 494 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen