অর্থনীতি ডেস্ক: জুনে হবে পদ্মা সেতুর উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই সেতুর নাম ‘পদ্মা সেতু’ই হবে। কারও নামে নয়। এমনকি প্রধানমন্ত্রীর নামে নয়। বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর নাম ‘পদ্মা সেতু’ই হবে। প্রধানমন্ত্রী এটি বলে দিয়েছেন। তিনি আরও বলেন, পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। এর টোল নির্ধারণ করা হয়েছে ফেরি খরচের দেড় গুণ হিসাবে। তবে যদি বেশি মনে করা হয়, তবে সরকার সেটা বিবেচনা করবে।

খবরটি 360 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen