খেলা ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি সম্প্রতি মালদ্বীপের ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২’ আন্তর্জাতিক পদকটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বৈঠকে তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

            মালদ্বীপ সরকার ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা ক্রীড়াবিদ, কোচদের পুরস্কৃত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও সম্মাননা পুরস্কার দিয়েছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড ও মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কের দিক বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পান। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

            বাংলাদেশে সরকারও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে। আগামীতে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানে বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ ও বিদেশিদের সম্মাননা দেয়ার পরিকল্পনা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের।

খবরটি 467 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen