তথ্য প্রযুক্তি ডেস্ক: বছরের শুরুতেই ফ্যাশন সচেতন ও সেলফি প্রেমীদের সুখবর দিল ভিভো। দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে ভিভোর এবারের আকর্ষণের নাম ভিভো ভি২৩ ফাইভ-জি। রবিবার (১৬ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি অবমুক্ত করে ভিভো। এখন ফোনটির প্রি-বুকিং চলছে। শিগগিরই ফোনটি বাজারে পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন প্রযুক্তি। এর মেটাল ফ্ল্যাট ফ্রেমটি সূর্যের আলো পেলে রঙ বদলায়। সূর্যের আলোতে গেলে ৩ সেকেন্ডের মধ্যে স্মার্টফোনটি নীলাভ সবুজ রঙ ধারণ করবে, আর তার কিছুক্ষণ পরই একই স্মার্টফোন হবে আবার সোনালি রঙের।

            কালার চেঞ্জিং বডি ছাড়াও স্মার্টফোনটির বড় আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল অটোফোকাস (এএফ) পোট্রেট সেলফি প্রযুক্তি। ৫০ মেগাপিক্সেল বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় সেলফি ক্যামেরা, যা আরও বেশি নিখুঁত এবং স্পষ্ট ছবি ধারণ করবে। সেটটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোনে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। দুটি রঙে ফোনটি পাওয়া যাবে ৩৯ হাজার ৯৯০ টাকায়।

খবরটি 430 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen