স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য। দিবসটি পালনে আলোচনা সভা আয়োজন করে ডিষ্ট্রিক ফলিসি ফোরাম ডিপিএফ। মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৩:৩০ ঘটিকায় নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এ আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি। আন্তর্জাতিক নারী দিবস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেড সুরায়া আক্তার সুইটি।

            আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিষ্ট্রিক ফলিসি ফোরাম সভাপতি অংচমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভিক) শেখ সাদেক, স্থানীয় সরকার প্রকৌশল উপ পরিচালক (উপ সচিব) মো: লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন। এ আলোচনা সভায় সঞ্চালনা দায়িত্ব পালন করেন ডিষ্ট্রিক ফলিসি ফোরাম সাধারণ সম্পাদক লালজার লম বম।

খবরটি 527 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen