স্টাফ রিপোর্টার, বান্দরবান: সারা দেশের সাথে বান্দরবানে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ ইউনিয়নে। বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত নেতারা হলেন লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপাতি মো: আক্তার কামাল ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি মো: জাহাঙ্গীর আলম বাহাদুর ও দৌছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাবীব উল্লাহ।

            লামা উপজেলার লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন। এ ইউনিয়নে নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী মো: আক্তার কামাল স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর হোসাইন। এ ইউনিয়নে নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী মো: ওমর ফারুক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আলম কোম্পানী। এ ইউনিয়নে নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী মো: জাহাঙ্গীর আলম বাহাদুর স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। দৌছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: ইমরান। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হাবীব উল্লাহ স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিএনপি দল থেকে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে না।

            দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা ও যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাস এর স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী জেলা আওয়ামী লীগ বহিষ্কার আদেশের চিঠি লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ দপ্তরে পাঠনো হয়েছে। এ চিঠি বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে।

            ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম। অপরদিকে দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর।

            দেশে ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো: হুমাযুন কবীর খোন্দকার। বান্দরবানে ২য় ধাপে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২য় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হয় ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৬ অক্টোবর, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

খবরটি 435 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen