বিনোদন ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওই গান লিখেছেন তৌহিদুল ইসলাম এবং সুর করেছেন রিছিল জাদু ও সৈয়দ সুজন। গানটি আলাদাভাবে গাইবেন বিভিন্ন দেশের ১৩০ আন্তর্জাতিকমানের সংগীত শিল্পী। একই সময় তাদের নিয়ে আলাদাভাবে গানটির ভিডিও তৈরি হবে। এরইমধ্যে গানটির জন্য দক্ষিণ এশিয়ার ৬টি দেশের শিল্পীর ভয়েস রেকর্ড করা হয়েছে। এ গানের জন্য বিশ্বখ্যাত মিউজিশিয়ান ইয়ানির যন্ত্রশিল্পী পেড্রো ইউস্টাচে, অনুষ্কা শংকর, টু সেলোস, আরিক ইমপ্রোটা, ভায়োলিন ব্রাদার্সের মতো শীর্ষ বাদকদের সঙ্গে যোগাযোগ চলছে।

গানটির সংগীত পরিচালক সৈয়দ সুজন জানান, বিশ্বের প্রতিষ্ঠিত ও সুপরিচিত যন্ত্রশিল্পীরা এতে অংশ নেবেন। একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২২সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী গানটির ১৩০টি ভার্সন প্রকাশ হবে। এ প্রসঙ্গে সৈয়দ সুজন বলেন, গানটি গিনেজ রেকর্ড বইয়ে জায়গা করে নেওয়া বিষয়টিও আমরা বিবেচনা করছি। আশা করছি সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

খবরটি 398 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen