স্বাস্থ্য ডেস্ক: এবার ঢাকার বাইরেও ফাইজারের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের ১০ সিটি করপোরেশনসহ মোট ১৯ জেলার নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা প্রবাসীসহ সবাই আগামী সপ্তাহ থেকে পাবেন ফাইজারের এ টিকা। দেশে এ পর্যন্ত কোভ্যাক্সের আওতায় ৪৯ লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে । বর্তমানে সরকারের হাতে মজুদ আছে প্রায় ৪০ লাখ টিকা। বুধবার আসছে আরো ১৫ লাখ ডোজ।
মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বাংলাদেশকে ২৬টি ফ্রিজার উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এ টিকা যাচ্ছে ঢাকার বাইরের ১৯ জেলায়। এর আগে ফাইজারের টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এবার তা সবার জন্য উন্মুক্ত। বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার পাশাপাশি শেষ হয়েছে কর্মীদের প্রশিক্ষণ। স্বাস্থ্য বিভাগ বলছে, তাপমাত্রা সংবেদনশীল এই টিকা ১২ ঘণ্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ।
বর্তমানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেলসহ রাজধানীর ৭টি হাসপাতালে কেবল দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা।

খবরটি 441 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen