র‌্যামবো ত্রিপুরা, থানচি প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলা, ৪নং গালেংগ্যা ইউনিয়ন চেয়ারম্যান শৈউসাই মারমা গত ১২ই আগষ্ট করার সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদে গালেংগ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। শনিবার ০৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় বান্দরবান থানচি উপজেলা অর্ন্তগত বলিপাড়া রেস্ট হাউজ কক্ষে পার্শ্ববর্তী রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা সংবাদ সম্মেলন আয়োজন করেন। এ সময় যোগেশ ত্রিপুরা ছাড়া মাহই পাড়া কারবারী সিরাও ম্রো, জৈতুন পাড়া কারবারী লাপ্রাড ত্রিপুরা, কলাই পাড়া কারবারী নানো ম্রো, জিগন পাড়া কারবারী মৌশি ত্রিপুরা ও গালেংগ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার অনচন্দ্র ত্রিপুরাসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি গত ১২ই আগষ্ট রুমা গালেংগ্যা ইউনিয়নের চেয়ারম্যান শৈউসাই মারমা করার সংবাদ সম্মেলনে আমাকে সৌর বিদ্যুৎ সোলার বাবদ টাকা আদায় করেছেন বলে বক্তব্যটি সম্পুর্ন মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোধিত ও উদ্দেশ্য মূলক। আসন্ন ইউপি নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের নিকট আগ্রহ প্রকাশ করে মনোনয়ন জমা দিলে, গালেংগ্যা ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমা আমার জনপ্রিয়তা হ্রাস করার জন্য তাহার দুর্নীতি বোঝা আমার উপর চাপানোর ষড়যন্ত্র করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, আমি সোলার দেয়ার নামে কাহারো কাছে টাকা আদায় করিনি।

বক্তব্য শেষে মাহই পাড়া কারবারী সিরাও ম্রো, কলাই পাড়া কারবারী নানো ম্রো, জিগন পাড়া কারবারী মৌশি ত্রিপুরাসহ বেশ কয়েকজন কারবারী এ সময় চেয়ারম্যান শৈউসাই মারমা বিরূদ্ধে অভিযোগ করে সাক্ষাৎকারে অংশগ্রহন করেন। এ সময় ইলেক্ট্রনিক্স মেডিয়া মোহনা, মাছরাঙ্গা ও দেশ টিভি ছাড়াও প্রিন্ট মেডিয়া সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি 372 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen