স্বাস্থ্য ডেস্ক: করোনা মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ইন্দোনেশিয়াকে জরুরী ওষুধ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ওষুধগুলো জাকার্তা প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। খবর অনলাইনের। ইন্দোনেশিয়াকে পাঠানো জরুরী ওষুধের মধ্যে রয়েছে ডি-গেইন ৪০০০০, ফাভিপিরা ২০০, ইমুজিন ২০, সিম্পল-৩ ও নিনাভির ১০০ ইনজেকশন।

জাকার্তার বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওষুধগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

খবরটি 460 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen