স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে নিম্ম এলাকা প্লাবিত। প্লাবিত এলাকা থেকে শত শত পরিবার লোকজন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা শহরের নিম্মাঞ্চলসহ উপজেলার অনেক নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের নিম্ম এলাকা, লামা, আলীকদম, থানছিসহ বিভিন্ন উপজেলায় নিম্মাঞ্চর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। অনেক উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভারী বর্ষণে বন্যার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। অন্যদিকে ভারী বর্ষণে পাহাড় ধসে অনেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড় ধসে হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসন নিরাপদ আশ্রয়ে যাওযার প্রচারণা করছে।

স্থানীয়রা জানান, বর্ষার এ সময়ে কয়েক দিনের ভারী বর্ষণে সাঙ্গু ও মাতামহুরী নদীর পানি বেড়ে থানছি, রুমা, লামা ও আলীকদম উপজেলাসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়। এ বন্যায় সবজী ফসলসহ অনেক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসন জানায়, বন্যা সমস্যা দুর্গত এরাকায় ুসহায়তায় আশ্রয় কেন্দ্র করা হয়েছে। খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রযেছে। প্রয়োজনে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার বিতরণ করা হবে।

খবরটি 406 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen