স্বাস্থ্য ডেস্ক: দেশে আবার শুরু হচ্ছে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া। সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিসিপিএস মিলনায়তনে তাঁর মায়ের মৃত্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে জানান, ১৯ জুন থেকে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে একই কথা জানান।

            স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। ফাইজারের টিকা দেওয়া হবে কেবল ঢাকার চারটি কেন্দ্রে। এগুলো হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে যাঁরা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পাননি তাঁরা অগ্রাধিকার পাবেন। যাঁরা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তাঁদের অগ্রাধিকার থাকবে বেশি। তাঁদেরও আবার এসএমএস পাঠানো হবে ।

খবরটি 627 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen