জাতীয় ডেস্ক: ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত’ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রোববার (২১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে      আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেছেন, ‘মার্চ মাস’ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর এ মাসে পেয়েছি আমরা স্বাধীনতা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল হচ্ছে এই দেশ। অথচ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল। ৭৫ সালের পর ইতিহাস বিকৃতি করা হয়। আজ মিথ্যা ঘোষকের কোনো ঠিকানা থাকবে না।

খবরটি 785 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen