স্টাফ রিপোর্টার, বান্দরবান: সারা দেশের চতুর্থ ধাপে প্রথম বারে ইবিএম পদ্ধতিতে বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচন সপন্ন হয়েছে। এবারের ইবিএম পদ্ধতিতে বান্দরবান পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বান্দরবান পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ড থেকে সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে নৌকা প্রতকী নিয়ে ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে ২য় বারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছে ৪ হাজার ৫৩৩ ভোট। অন্যদিকে, নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২ হাজার ১৪৭ ভোট, বিধান লালা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙল প্রতীক নিয়ে পেয়েছে ১৩২ ভোট। পৌরসভার ১২ কাউন্সিলর মধ্যে আওয়ামী লীগ ১০টি ও ২টি পেয়েছে সতন্ত্র।

            বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম পৌরসভা নির্বাচনের মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।

খবরটি 1,083 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen