স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সময়ের পরিক্রমায় পার্বত্য শান্তিচুক্তি ২৩তম বর্ষপূর্তি পালিত হচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি ২৩তম বর্ষপূর্তি পালনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এ আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

            আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড জিটু মেজর মোয়াজ্জেম হোসাইন, জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা সিভিল সার্জন ডা: অংশৈপ্রু মারমা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা ও লক্ষী পদ দাস। সঞ্চলনায় ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: শেখ শহিদুল ইসলাম।

            গত ১৯৯৭ সালে ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে এ পার্বত্য শান্তিচুক্তি করা হয়।

 

খবরটি 901 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen